Logo

স্মারকলিপি দিতে যমুনায় ৮ ইসলামী দলের প্রতিনিধিরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৩:৪৭
9Shares
স্মারকলিপি দিতে যমুনায় ৮ ইসলামী দলের প্রতিনিধিরা
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে যমুনায় পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে আটটি ইসলামী দলের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার পর তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় পৌঁছান।

প্রতিনিধিদলে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি মুহা. নিজামুল হক সহ অন্যান্য দলের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদানের জন্য যাত্রা শুরুর আগে সকাল থেকে মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে শুরু করেন জামায়াতসহ অন্যান্য দলের কর্মী ও সমর্থকরা। সকাল থেকে ধাপে ধাপে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে মিছিল হয়ে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। সংক্ষিপ্ত সমাবেশে শীর্ষ নেতাদের বক্তব্য শেষে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু হয়।

মৎস্য ভবনের সামনে পুলিশ আটকে দেয় তাদের, তবে শৃঙ্খলাবদ্ধভাবে স্মারকলিপি প্রদানের উদ্যোগ চালানো হয়। এই আন্দোলনের কারণে পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকে। শাহবাগ, কাকরাইল, পল্টন ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

জামায়াত ছাড়া অন্য সাতটি দল হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

বিজ্ঞাপন

দলগুলোর দাবির মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ‘ফ্যাসিস্ট’ সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই পদক্ষেপে নেতারা বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা তাদের মূল লক্ষ্য। ঘটনাস্থল থেকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্মারকলিপি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD