বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে স্বাগত জানালেন হাসনাত

চট্টগ্রামে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের এনসিপিতে স্বাগত জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, কে জিতবে বা হারবে তা নয়, বরং নির্বাচন ব্যবস্থাকেই শক্তিশালী ও ন্যায্যভাবে জেতানোই মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন এক মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি, যারা নিজের দলের লোককেও রাস্তায় গুলি করে হত্যা করতে পিছপা হয় না। যারা বুলেটের রাজনীতিতে অংশ নিতে চান না, তারা নিজেদের সম্ভাবনা নষ্ট করবেন না।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, এনসিপি কোনো রাজনৈতিক জোটে বিশ্বাসী নয়, তবে যদি কেউ সংস্কারের লক্ষ্যে তাদের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের অন্তর্ভুক্ত করা হবে। তবে পার্লামেন্টের আসন ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করা তাদের লক্ষ্য নয়।
হাসনাত আবদুল্লাহর বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপির মনোনয়ন বঞ্চিতরা দেশপ্রেম ও বাংলাদেশপন্থায় বিশ্বাসী থাকলে, তারা এনসিপিতে যুক্ত হয়ে ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার সুযোগ পাবেন। এই পদক্ষেপকে রাজনৈতিক সংস্কারের একটি অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে।








