১০ বছরের মধ্যে ক্ষমতায় না গেলে রাজনীতি ছাড়বেন নাহিদ ইসলাম

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যেতে চায়। আর সেই সময়ের মধ্যে দলটি সরকার গঠন করতে না পারলে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, আমরা ১০ বছরের একটি লক্ষ্য নিয়ে কাজ করছি। এই সময়ের মধ্যে এনসিপিকে প্রতিষ্ঠিত করতে চাই, সরকার গঠন করতে চাই। যদি এই সময়েও ক্ষমতায় যেতে না পারি, তাহলে রাজনীতি ছেড়ে দেব।
তিনি জানান, এনসিপি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে রাজনীতির ময়দানে এসেছে। লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং দেশের রাজনীতিতে একটি নতুন ধারা প্রতিষ্ঠা করা।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম আরও জানান, এনসিপি তাদের প্রথম জাতীয় নির্বাচনে দেশের সব ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার দাবি, অল্প সময়ের মধ্যেই দলটি সংগঠন কাঠামো, কর্মসূচি এবং নীতিগত অবস্থানে নিজেদের একটি পরিপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলেছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। মাত্র কয়েক মাসের মধ্যে জনগণের মধ্যে দলটির পরিচিতি এবং প্রভাব বিস্তারের অগ্রগতি নিয়ে আশাবাদী নাহিদ ইসলাম বলেন, আমরা ইতোমধ্যেই সেই জায়গায় পৌঁছে গেছি, যেখানে একটি রাজনৈতিক দল সাধারণত ১০ থেকে ১৫ বছরে পৌঁছায়।
তার মতে, সাম্প্রতিক গণআন্দোলন এনসিপিকে এক যুগ এগিয়ে দিয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থান আমাদের ১০-১৫ বছর এগিয়ে দিয়েছে। জনগণ এখন আমাদের ওপর আস্থা রাখছে। সেই আস্থা ধরে রাখা ও বাস্তবায়ন করা এখন আমাদের দায়িত্ব।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বিশ্বাস করেন, জনগণ ইতোমধ্যেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে, আর এনসিপিই সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে। তিনি বলেন, জনগণ আমাদের সুযোগ দিয়েছে, এখন আমাদের কাজ হলো প্রমাণ করা যে আমরা যোগ্য, সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব দিতে পারি।
তিনি আরও যোগ করেন, এনসিপির রাজনীতি হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের ভিত্তিতে। দলের লক্ষ্য- ‘একটি আধুনিক, ন্যায্য ও নাগরিকমুখী বাংলাদেশ’ গঠন করা।
বিজ্ঞাপন
দলীয় সূত্র জানিয়েছে, এনসিপি ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে এবং আগামী বছরের মধ্যে সারা দেশে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা নিয়েছে।
নাহিদ ইসলাম বলেন, আমরা দীর্ঘ মেয়াদে রাজনীতিতে টিকে থাকতে চাই না, আমরা পরিবর্তন আনতে চাই। যদি ১০ বছরের মধ্যে জনগণ আমাদের সেই সুযোগ না দেয়, তাহলে রাজনীতি থেকে বিদায়ই নেব।








