উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, উপদেষ্টা পরিষদ রাজনৈতিক প্রক্রিয়ায় পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে সাত দিনের মধ্যে কাজ করতে বললেও রাজনৈতিক দলকে “হাতের খেলার মতো” মনে করা ঠিক নয়। সংস্কার কমিশনের সব সভায় বিএনপি অংশগ্রহণ করেছে এবং মতামত প্রদান করেছে। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো অনুযায়ী কাজ শুরু হওয়া উচিত ছিল। কিন্তু এখনও তা হয়নি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে সাবেক মন্ত্রী তিরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। চব্বিশের আন্দোলনের পর গণতন্ত্রের পথে ফেরার সুযোগ এসেছে। দয়া করে দেশকে অস্থিতিশীল করবেন না। বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না। আমরা একটি ভেসে আসা দল নই; আমাদেরকে ছোট করে দেখবেন না। আমরা যদি মাঠে নামি, রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।
তিনি আরও জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটে নির্ধারণ হবে, এর আগে নয়। সংস্কার কমিশনে যেসব বিষয়ে একমত হয়েছিলাম, সেগুলো অনুযায়ী দ্রুত কাজ শুরু করতে হবে। বাকি বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী সংসদে নেওয়া হবে। তফসিল দ্রুত ঘোষণা করতে হবে এবং নির্বাচন আয়োজন করতে হবে। নাহলে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে।
স্মরণসভায় প্রয়াত তিরিকুল ইসলামকে স্মরণ করে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনের বিদায় তিনি দেখতে পাননি। তিনি একজন দেশপ্রেমিক নেতা ছিলেন। ছাত্রজীবন থেকে সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু কখনো জনগণকে ছেড়ে যাননি। তার মতো নেতার প্রয়োজন আজও।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তিরিকুল ইসলামের জীবনী লিখে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা হিসেবে রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে, কেন্দ্রীয় সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক তথ্য বিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।
বিজ্ঞাপন
মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে সব প্রয়াস অব্যাহত রাখবে।








