Logo

এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার ঘাড়ে বসেছে: তারেকের স্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৮:২০
12Shares
এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার ঘাড়ে বসেছে: তারেকের স্ত্রী
তারেকের স্ত্রী তামান্না ফেরদৌস শিখা

আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানের স্ত্রী তামান্না ফেরদৌস শিখা সম্প্রতি বলেন, বর্তমান সরকারের আমল এবং শেখ হাসিনার শাসনামলের মধ্যে প্রকৃত পার্থক্য খুব কম। তিনি আরও উল্লেখ করেন, এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার ঘাড়ে চেপে বসেছে।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে তামান্না শিখা বলেন, আমাদের যে বাংলাদেশের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত দেখতে পাইনি। হতাশা থাকা সত্ত্বেও আমাদের আন্দোলন-সংগ্রাম শেষ হয়নি। হয়তো আমাদের সন্তানরাও এই আন্দোলনে অংশ নেবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন তিনটি নতুন দলকে নিবন্ধন দিয়েছে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। তবে আমজনতার দল নিবন্ধন পাননি।

বিজ্ঞাপন

নিবন্ধনের দাবিতে বিকেলে মো. তারেক রহমান নির্বাচন কমিশনের প্রধান ফটকে আমরণ অনশন শুরু করেন। এই ঘটনার মাধ্যমে দলটি তাদের নির্বাচনী অংশগ্রহণ ও রাজনৈতিক স্বীকৃতি নিশ্চিত করতে তৎপর।

তামান্না ফেরদৌস শিখার মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, যেখানে বর্তমান সরকারের শাসন ও জনপ্রিয় গণতান্ত্রিক কাঠামোর মধ্যে বৈষম্য এবং রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

মিডিয়া ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্য বর্তমান সরকারের সমালোচনার পাশাপাশি আমজনতার দলের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে নতুন বিতর্কের সূচনা করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD