নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের জনস্রোত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলকক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন দলটির বিভিন্ন নেতাকর্মীরা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল থেকেই পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বিজ্ঞাপন
শুক্রবার (০৭ নভেম্বর) বেলা আড়াইটা থেকে কার্যালয়ের সামনে বিভিন্ন ব্যানার ও মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা। বিকেল ৪টায় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি বের হবে।
নেতাকর্মীরা জানান, রাজধানী জুড়ে র্যালি করার আগে এক সংক্ষিপ্ত সমাবেশ করবে দলটি নেতা কর্মীরা। এতে দলের সিনিয়র নেতারা অংশ নেবেন।
বিজ্ঞাপন
এদিকে বর্ণাঢ্য র্যালি উপলক্ষে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন।
নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ধানের শীষ ও নানা রকম ব্যানারে খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হতে দেখা যাচ্ছে। র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।








