Logo

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতসহ ৮ দলের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৮:৪৯
29Shares
দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতসহ ৮ দলের
ছবি: সংগৃহীত

গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে জামায়াতে ইসলামী ও জাগপা-সহ আটটি সমমনা রাজনৈতিক দল।

বিজ্ঞাপন

তারা জানিয়েছে, আগামী ১১ নভেম্বর ঢাকায় আয়োজিত জনসভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, যদি এর আগেই সরকারের পক্ষ থেকে তাদের দাবি মানা না হয়।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর জাগপার ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত নেতারা বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই। কিন্তু যদি সরকার গণভোটসহ আমাদের দাবিগুলোর বিষয়ে পদক্ষেপ না নেয়, তবে ১১ নভেম্বরের সমাবেশ থেকেই আমরা কঠোরতম আন্দোলনের পথে যাব।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত দলগুলোর নেতারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, দেশের জনগণের দাবি মেনে নিতে হবে। আলোচনায় বসার জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানিয়েছি। তবে সময়ক্ষেপণ করে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট মিলিয়ে দেওয়ার চেষ্টা করলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না।

বৈঠকে সভাপতিত্ব করেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন ও যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার চৌধুরী ও সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হাক্কানি ও নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের নূর নবী জনি ও অর্থ সম্পাদক রিয়াজ হোসাইন।

বিজ্ঞাপন

দলগুলোর পাঁচ দফা দাবি হলো-

১️. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন।

২️. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

বিজ্ঞাপন

৩️. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কার্যকর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি।

৪️. বিগত সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫️. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

বিজ্ঞাপন

আট দলের নেতারা জানান, ১১ নভেম্বরের ঢাকার সমাবেশটি হবে তাদের আন্দোলনের টার্নিং পয়েন্ট।

যদি সরকার ও নির্বাচন কমিশন দাবিগুলোর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে তারা দেশব্যাপী কঠোর কর্মসূচি, যেমন অবরোধ, হরতাল ও অবস্থান কর্মসূচির মতো ধারাবাহিক আন্দোলন ঘোষণা করবেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই আট দলীয় জোটের একযোগে কঠোর কর্মসূচির ঘোষণা আগামী জাতীয় নির্বাচনের আগে রাজপথের উত্তাপ বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে গণভোট ইস্যু সামনে এনে তারা সরকারের ওপর চাপ বাড়াতে চাইছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD