Logo

বিএনপি ও জামায়াতের প্রস্তাব, জোটে যেতে নারাজ এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১২:১৩
47Shares
বিএনপি ও জামায়াতের প্রস্তাব, জোটে যেতে নারাজ এনসিপি
ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিএনপি ও জামায়াত উভয়ই এনসিপিকে জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে তাদের নির্বাচনি জোটে অন্তর্ভুক্ত করতে চায়। এই লক্ষ্য পূরণের জন্য উভয় দলের পক্ষ থেকে এনসিপির সঙ্গে পর্দার আড়ালে নানা পর্যায়ের যোগাযোগ চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

তবে এনসিপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট, কোনো বড় দলের সঙ্গে জোট গঠন করবে না। দলটি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এর পেছনে রয়েছে ইতিহাসের শিক্ষা। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট গঠনের মাধ্যমে রাজনৈতিক স্বাতন্ত্র্য হারানোর নজির বাংলাদেশের রাজনীতিতে কম নয়।

উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। তারা একসময় জনপ্রিয় স্বাধীন বামপন্থি নেতা ছিলেন, পরে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেন। ফলে তাদের দলগুলো রাজনৈতিক স্বাতন্ত্র্য হারিয়ে প্রভাবশালী থেকে পড়ে যায়। এনসিপি নেতারা এ ইতিহাস থেকে শিক্ষা নিয়েছেন এবং নিজেদের স্বাধীন রাজনৈতিক অবস্থান ধরে রাখতে চাইছেন।

বিজ্ঞাপন

গত শুক্রবার রাতে বিএনপির এক নেতার বাসায় অনুষ্ঠিত অনানুষ্ঠানিক বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা তাদের অবস্থান পুনরায় প্রকাশ করেন। তারা জানান, আসন্ন নির্বাচনে ভোট যতই পাওয়া যাক, দলটি রাজনীতির মূল স্রোতে টিকে থাকতে চায়। কোনো দলের লেজুড়বৃত্তি করে রাজনৈতিক অস্তিত্ব হারাতে চায় না।

সূত্র জানায়, বিএনপি এনসিপিকে ৮ থেকে ১০টি আসন দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে এনসিপির নেতারা এতে রাজি হননি। তারা স্পষ্টভাবে জানিয়েছে, কোনো রাজনৈতিক জোটে অন্তর্ভুক্ত হবে না, এমনকি জামায়াত বা তৃতীয় কোনো জোটও নয়।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একটি কেন্দ্রীয় নেতা বলেন, যখন ছোট দল কোনো বড় রাজনৈতিক দলে যোগ দেয়, তাদের আদর্শ ও স্বাতন্ত্র্য হারিয়ে যায়। ইনু-মেননের দলগুলোই এর সবচেয়ে বড় উদাহরণ। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিতে তারা জনগণের কাছে আজ্ঞাবহ দল হিসেবে পরিচিত হয়েছিলেন। এনসিপি সেই ভুল পথে হাঁটবে না।

পরের নির্বাচনে স্বতন্ত্র ও যুগোপযোগী কর্মসূচির মাধ্যমে নিজেদের শক্ত ভিত তৈরি করা হচ্ছে এনসিপির মূল লক্ষ্য। দলটি চাইছে রাজনৈতিক পরিসরে তাদের পরিচয় ও আদর্শ অটুট রেখে ভবিষ্যতের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে।

এনসিপির এই অবস্থান প্রমাণ করছে, বিএনপি ও জামায়াতের প্রচেষ্টা থাকলেও আসন্ন নির্বাচনে দলটি স্বাধীন ও স্বতন্ত্রভাবে অংশগ্রহণের পথে অটল

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD