Logo

খালেদা জিয়ার আসনে এবার কোনও প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৯:৫৪
13Shares
খালেদা জিয়ার আসনে এবার কোনও প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে তার আসনে এবার কোনও প্রার্থী দেবে না বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) বিকাল ৫টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এই ঘোষণা দেন তিনি।

নুরুল হক নুর বলেন, জামাতের আমির, ইসলামী আন্দোলনের আমিরসহ যে সকল জাতীয় নেতৃবৃন্দ গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবেন, তাদের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক দলগুলো যেন এসব নেতাদের এলাকায় প্রার্থী না দিয়ে নতুন উদাহরণ সৃষ্টি করে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, চব্বিশের অভ্যুত্থানের আগে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ কেউ সভা-সমাবেশ করতে পারেনি। বর্তমানে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে সভা করছে। আগামী নির্বাচনে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন হবে, যেখানে উচ্চকক্ষে ১০০ এবং নিম্নকক্ষে ৫০টি সংরক্ষিত নারী আসনসহ মোট ৩৫০ জন সদস্য থাকবেন। প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে সদস্য নির্বাচিত হবেন।

নুরুল হক নুর সমাবেশে সরকারের কৃষি নীতি, এলসি ওপেনের কারণে কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া এবং ভারতের সঙ্গে তিস্তা চুক্তি বাস্তবায়নের ব্যর্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, উত্তরের মানুষ প্রতিবছর বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে হবে, নতুন কৃষি নীতি আনা প্রয়োজন। এছাড়া বন্ধ হয়ে যাওয়া চিনিকলসহ কলকারখানাগুলো পুনরায় চালু করতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, হানিফ কান রাজিব এবং নির্বাহী সদস্য মো. কামাল।

এর আগে, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনায় গঠিত জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) একই সিদ্ধান্ত ঘোষণা করেছিল।

বিজ্ঞাপন

গত ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, খালেদা জিয়ার আসনে তারা কোনো প্রার্থী দেবে না এবং তাকে স্বাগত জানানো হচ্ছে।

তিনি উল্লেখ করেন, তার আপসহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসন থেকে লড়বেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD