Logo

বিএনপির ৩৯ নেতা ফিরে পেলেন তাদের হারানো পদ

profile picture
জনবাণী ডেস্ক
৯ নভেম্বর, ২০২৫, ২১:০৮
10Shares
বিএনপির ৩৯ নেতা ফিরে পেলেন তাদের হারানো পদ
ছবি: সংগৃহীত

রোববার (৯ নভেম্বর, ২০২৫) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই নেতারা সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশগ্রহণ করেছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু; ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিঠু; ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ; ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম; ১০ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. সাঈদুর রহমান জুবের; ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম মতছির; ১৪ নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম; ১৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. মুজিবুর রহমান; ১৮ নং ওয়ার্ড বিএনপি নেতা এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী; ২২ নং ওয়ার্ড বিএনপি নেতা বদরুল আজাদ রানা; ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রহমান মামুন; ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন; ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ; ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমদ রনি; ২৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আলী আব্বাস; ২৯ নং ওয়ার্ড বিএনপি নেতা গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন; ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া অন্যান্যরা হলেন, একই সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মুকিত; ৩২ নং ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ; ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম; ৩৭ নং ওয়ার্ড বিএনপি নেতা দিলওয়ার হোসেন জয়; ৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা উসমান হারুন পনির; ৩৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আলতাফ হোসেন সুমন; ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাছিব; ৪২ নং ওয়ার্ড বিএনপি নেতা সুমন আহমদ সিকদার; ২২, ২৩, ২৪ নং সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী; ১০, ১১, ১২ নং সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাডভোকেট জহুরা জেসমিন; ১৬, ১৭, ১৮ নং সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি এবং ২ নং ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ। 

বিজ্ঞাপন

বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় দলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল এ নেতাদেরকে।

এদিকে রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এর আগে পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নিয়েছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দলে তারও প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD