মুক্তিযুদ্ধের দল হচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের দল হচ্ছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ‘আমি মেজর জিয়া বলছি’ বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার মাধ্যমেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। এরপর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি।
বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বদেশ্বরী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, একটি দল আজও সেই ইতিহাস অস্বীকার করতে চায়। তারা মুক্তিযুদ্ধের ঘোষণাকেই প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্তু আমরা আমাদের জন্মকে অস্বীকার করতে পারি না। যেমনভাবে ২৪ জুলাইয়ের আন্দোলনকে অস্বীকার করা যায় না, তেমনি ১৯৭১ সালকেও অস্বীকার করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের একটি রাজনৈতিক দল কখনোই জনগণের পাশে ছিল না। ১৯৭১ সালে যখন আমরা যুদ্ধ করছিলাম, তখন তারা পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়েছিল। যারা মুক্তিযুদ্ধে দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদেরকে আজও জনগণ গ্রহণ করেনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখন অনেক তরুণ বেকার, কাজের অভাবে তারা ভুল পথে চলে যাচ্ছে। কেউ মাদকাসক্ত হচ্ছে, কেউ জুয়ায় জড়াচ্ছে। এই অবস্থা থেকে তরুণ সমাজকে বাঁচাতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না ঘৃণা, বিভেদ বা সহিংসতা। সবাই যেন নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে।হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমান অধিকার থাকবে। আমাদের লক্ষ্য এমন একটি শান্তিপূর্ণ, মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ ও সুন্দর জীবন পাবে।








