বিএনপি লোভ-লালসার রাজনীতি করে না: ইশরাক

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি কখনো লোভ-লালসার রাজনীতি করে না এবং কখনো ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব বিক্রি করে না।
বিজ্ঞাপন
সোমবার (১০ নভেম্বর) বিকেলে নবাবপুরে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ইশরাক এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা গুম, খুন ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হলেও আন্দোলন থেকে পিছু হটেনি। সেই কারণে আজ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ সুগম হয়েছে।
বিজ্ঞাপন
ইশরাক হোসেন সকলকে আরও আহ্বান জানান, আগামী নির্বাচনে দল ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধতার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অর্জন ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।








