নৌকার ভোটাররা হতাশ হবেন না, পাশে আছে ধানের শীষ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নৌকার কান্ডারি এখন ভারতে অবস্থান করছেন, ফলে নৌকার ভোটাররা এখন দিশেহারা ও অসহায় বোধ করছেন।
বিজ্ঞাপন
তবে তিনি নৌকার ভোটারদের উদ্দেশে বলেন, হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের বদেশ্বর এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বিএনপি লোভ-লালসার রাজনীতি করে না: ইশরাক
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, নৌকার কান্ডারি দেশে না থাকায় যারা এতদিন নৌকায় ভোট দিয়েছেন, তারা এখন দিশাহারা। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা হতাশ হবেন না। ধানের শীষ আপনাদের পাশে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের ওপর কেউ ফুলের টোকাও দিতে পারবে না।
বিএনপি মহাসচিব বলেন, প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর নির্বাচন পদ্ধতি নিয়ে জামায়াতের সঙ্গে কিছু মতবিরোধ রয়েছে। তবে আমরা মনে করি, এই সরকারের অধীনেই আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আয়োজন করা হবে।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলি, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।








