Logo

ক্ষমতায় এলে সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও
১১ নভেম্বর, ২০২৫, ১৪:২০
9Shares
ক্ষমতায় এলে সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে বিএনপি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি ও সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সোমবার (১০ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাব প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সাংবাদিকরা নানা সংকটে আছেন, অনেকেই ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এসব সমস্যার সমাধান কঠিন হলেও, বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে আমরা অগ্রাধিকার দেব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের মাধ্যমেই সত্য প্রকাশ পায়। তাই এই সমাজের আলোকবর্তিকা হিসেবে সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব।

বিএনপির এই নেতা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সব সময় আমাকে সহযোগিতা করেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে, যেন পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা না আসে। ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়নে পাশে থাকতে চাই।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মহাসচিব হওয়ার পর ঠাকুরগাঁওয়ে আসার সুযোগ কম হয়েছে। কিন্তু এখানকার মানুষ সবসময় আমার হৃদয়ে আছেন। এখন একটি নতুন নির্বাচনী সুযোগ এসেছে। যদি ঠাকুরগাঁওবাসী আবারও ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে হয়তো জীবনের শেষ পর্যায়ে জনগণের সেবা করার সুযোগ পাব।

বিজ্ঞাপন

রাজনৈতিক জীবনের শেষভাগের ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের জীবনে যেমন অবসরের সময় আসে, রাজনীতিতেও তেমনটা থাকা উচিত। ইনশাআল্লাহ আমি সেটির দিকেই এগোচ্ছি। তবে তার আগে ঠাকুরগাঁও ও দেশের গণতন্ত্রের জন্য যতটা সম্ভব কাজ করে যেতে চাই।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ জামিন সরকার, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু প্রমুখ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD