Logo

গণভোটের কোনো একটি প্রশ্নে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১৪:০৮
25Shares
গণভোটের কোনো একটি প্রশ্নে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়?
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে প্রশ্ন তুলেছেন, গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলেও সেখানে ‘না’ বলার সুযোগ নেই।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গণভোটের চারটি প্রশ্নে একমত না হওয়া মানেই জনগণের মতামত প্রকাশের কোনো সুযোগ নেই। যদি ৯০ ভাগ মানুষও বোঝে না গণভোটের উদ্দেশ্য কী, তাহলে সাধারণ মানুষ এই প্রক্রিয়ার বাইরে থেকে যাবে। গোঁজামিল করে করা যেকোনো উদ্যোগ টেকসই হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, জনগণ যেন গণভোটের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে সেই দিক বিবেচনা করে প্রশ্নমালা প্রস্তুত করতে হবে।

রিজভীর অভিযোগ, সারাদেশের মানুষ নানা দুর্ভোগে থাকলেও রাষ্ট্রের পক্ষ থেকে তা লাঘবে তৎপরতা নেই। স্বাধীনতার পর থেকে সেবামূলক কাজের দায়িত্ব যথাযথভাবে দেখা যায়নি।

বিএনপি নেতা জুলাই সনদ প্রসঙ্গে বলেন, জুলাই সনদ জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। আরও পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরার প্রয়োজন ছিল।

বিজ্ঞাপন

রিজভী আরও দাবি করেন, ভারতের মাধ্যমে দেশে নাশকতার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ, তারা দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চায়। শেখ হাসিনার বিচারের বিষয় আদালতের, জনগণ সুষ্ঠু বিচার চায়।

তিনি বলেন, দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে হচ্ছে। পতিত স্বৈরাচার পাশের দেশ থেকে নানা ষড়যন্ত্র করছে এবং ঢাকা-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় গাড়ি পোড়ানো ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডকে ‘আওয়ামী সংস্কৃতি’ হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্য নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD