এনসিপির মনোনয়নপত্র নিচ্ছেন জুলাই বিপ্লবে ভাইরাল সুজন

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিনি মনোনয়নপত্র কিনছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনসিপির দপ্তর থেকে সুজন মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
জুলাই আন্দোলনের সেই প্রতীকী স্যালুট সুজনকে দেশের মানুষের কাছে এক বিশেষ পরিচিতি এনে দেয়। গণমাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি।
বিজ্ঞাপন
অনেকেই মনে করছেন, আন্দোলনের প্রতি সহমর্মিতা দেখানো এই রিকশাচালকের প্রার্থিতা গণমানুষের প্রতিনিধিত্বের নতুন বার্তা বহন করবে।








