নতুন হিসাব-নিকাশ বিএনপির, সুখবর পেতে পারেন মনোনয়নবঞ্চিতরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর বিরোধ ও মনোনয়নবঞ্চিত নেতাদের অসন্তোষের মুখোমুখি হয়েছে বিএনপি। দলটি বিরোধ নিরসনের উদ্যোগ হিসেবে ঢাকা ও বিভিন্ন আসনের মনোনয়নবঞ্চিত নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নবঞ্চিত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দলের হাইকমান্ড ফোনের মাধ্যমে কিছু নেতার সঙ্গে যোগাযোগ চালিয়ে বিরোধ নিরসন এবং দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার পরামর্শ দিয়েছেন। মনোনয়নবঞ্চিত নেতারা দলের প্রতি আনুগত্যের আশ্বাস দিয়েছেন এবং প্রার্থী পুনর্বিবেচনার জন্য নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাই করতে সম্মত হয়েছেন।
বিরোধপূর্ণ আসনগুলোর মধ্যে কুমিল্লা-৯, সাতক্ষীরা-৩, ময়মনসিংহ-৬, নাটোর-১, জয়পুরহাট-১ ও ২, রাজশাহী-৪ ও ৫ এবং চাঁপাইনবাবগঞ্জ-২ উল্লেখযোগ্য।
বিজ্ঞাপন
উদাহরণস্বরূপ, কুমিল্লা-৯ আসনে মো. আবুল কালামকে মনোনয়ন দেওয়া হলে অপর মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উভয় পক্ষকে ডেকে দলের নির্দেশনা দেন, যার পরিপ্রেক্ষিতে দ্বন্দ্ব মিটেছে।
তবে কিছু আসনে বয়স্ক প্রার্থী নিয়েও জটিলতা দেখা দিয়েছে।
স্থানীয় নেতারা জানান, বয়স ও শারীরিক সক্ষমতার কারণে এই প্রার্থীরা যথাযথভাবে গণসংযোগ ও প্রচারণা চালাতে পারছেন না, আর তরুণ ভোটারদের সঙ্গে তাদের সম্পর্কও সীমিত। ব্রাহ্মণবাড়িয়া-৪, কুষ্টিয়া-৪, চট্টগ্রাম-১৩ ও মুন্সীগঞ্জ-২ এর মতো আসনে স্থানীয় নেতারা তরুণ, সুসম্পর্কযুক্ত এবং গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য হাইকমান্ডের কাছে আবেদন করেছেন।
বিজ্ঞাপন
বিএনপি সূত্রে জানা গেছে, বিরোধ নিরসনে মনোনয়নবঞ্চিতদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক চলবে। দলীয় হাইকমান্ড এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সরাসরি কিছু আসনে নেতাদের সঙ্গে কথা বলেছেন। শেষ সিদ্ধান্তে মনোনয়ন পরিবর্তন বা পুনর্বিবেচনা করা হবে, যেখানে তৃণমূলের দাবি ও ভোটার প্রতিক্রিয়া বিবেচনায় নেওয়া হবে।
দলের শীর্ষ নেতারা বলছেন, প্রার্থী তালিকার বিরোধ মেটানো এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে একতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। মনোনয়নবঞ্চিত নেতারা দলের নির্দেশনা মেনে ধানের শীষকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে দলের সাফল্য নিশ্চিত করা যায়।








