Logo

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে: আখতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ২০:২২
16Shares
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে: আখতার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের পর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে জাতি দীর্ঘদিনের কলঙ্ক থেকে মুক্তি পেয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের এনসিপির কার্যালয়ে আখতার হোসেন এই প্রতিক্রিয়া জানান।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে রায় আদালত দিয়েছেন, আমরা তা স্বাগত জানাই। এর মাধ্যমে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে। তত্ত্বাবধারক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে কিছু অস্পষ্টতা রয়েছে। সরকারকে এটি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। এরপরই এনসিপি সেই সনদে স্বাক্ষর করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD