Logo

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবর ভুয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৫, ১২:২৬
5Shares
ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবর ভুয়া
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে বেশ তীব্র ছিল এটি।

বিজ্ঞাপন

ভূমিকম্প রিখটার স্কেলের মাত্রা ছিল ৫ দশমিক ৭ যা অনুভূত হওয়ার পরপরই খবর ছড়ায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে। তবে পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবরটি সত্য নয়।

শুক্রবার (২১ নভেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসাইন এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভূমিকম্পের প্রভাবে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার সংবাদ আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে আসে। পরিদর্শন করে দেখা যায় সেখানে কোনো ভবন হেলে পড়েনি।

এদিকে, ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন।

সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত বেশ কয়েকটি ভবন হেলে পড়ার খবর তারা পেয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছে অনেক। এতে অন্তত নিহত হয়েছে চারজন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD