গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে দেখতে হাসপাতালে রিজভী

চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপির নগর আহ্বায়ক ও চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার পর থেকেই দলের নেতারা ধারাবাহিকভাবে তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
বিজ্ঞাপন
শনিবার (২২ নভেম্বর) সকালে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে এরশাদ উল্লাহর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং কিছুক্ষণ তার পাশে অবস্থান করেন।
হাসপাতাল থেকে বেরিয়ে রিজভী আহমেদ বলেন, ‘এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যাক্কারজনক। আমরা এ ঘটনার দ্রুত তদন্ত ও অভিযুক্তদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল প্রমূখ








