Logo

‘ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে আপস করবে না বিএনপি’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৭:৩৬
10Shares
‘ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে আপস করবে না বিএনপি’
তারেক রহমান | ফাইল ছবি

বিএনপি কখনো ইসলামের মৌলিক বিশ্বাস ও নীতির সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ইমাম–খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, তাওহিদ, রিসালাত ও আখিরাত—এই তিনটি ভিত্তিগত বিশ্বাস ছাড়া একজন মানুষের পক্ষে মুসলমান হওয়া সম্ভব নয়। পাশাপাশি কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাত ইসলামের অবিচ্ছেদ্য পাঁচটি মূল স্তম্ভ, যার ব্যাপারে বিশ্ব মুসলিম সমাজে কোনো মতবিরোধ নেই।

বিজ্ঞাপন

তবে বিভিন্ন সময় ব্যক্তি, সমাজ ও রাজনৈতিক প্রয়োজনে এসব বিধান নিয়ে ব্যাখ্যার ভিন্নতা দেখা দিলেও তা যেন বিভাজন বা ফিতনার কারণ না হয়, সেই দায়িত্ব আলেম সমাজকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বিএনপি এমন এক রাষ্ট্রব্যবস্থা গড়ার পক্ষপাতী, যেখানে মুসলমানরা কোরআন ও সুন্নাহ অনুযায়ী স্বাধীনভাবে জীবন-যাপন করতে পারবেন, নিরাপদে ইবাদত করতে পারবেন। একইভাবে অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে তাদের ধর্ম পালনের পূর্ণ সুযোগ পাবেন।

তারেক রহমান স্মরণ করেন, দেশে স্বাধীনতার পর প্রণীত সংবিধানে জনগণের বিশ্বাস-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেন এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি অন্তর্ভুক্ত করেন।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, বর্তমান সংবিধানে সেই বিশ্বাস পূর্ণভাবে সংরক্ষিত নয়।

তিনি আরও বলেন, অতীতের স্বৈরাচারী সরকার ইসলামকে দুর্বল করার চেষ্টা করেছে। ২০২৪ সালের রমজানে ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা ছিল তার একটি দৃষ্টান্ত।

বিজ্ঞাপন

দেশে বর্তমানে নিবন্ধিত–অনিবন্ধিত প্রায় ৫০ হাজার মাদ্রাসা ও সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, লাখো ইমাম–খতিব–মোয়াজ্জিনকে রাষ্ট্রীয় কার্যক্রমের বাইরে রেখে দেশ পরিচালনা করা সম্ভব নয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD