Logo

নামাজের ইমাম যদি সমাজের ইমাম হন, তখনই মিলবে সত্যিকারের মুক্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১৯:৪৬
8Shares
নামাজের ইমাম যদি সমাজের ইমাম হন, তখনই মিলবে সত্যিকারের মুক্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন, তখনই সত্যিকারের মুক্তি অর্জন করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, সমাজের ফায়সালা মসজিদের ইমাম ও খতিবদের হাতে দিতে হবে। তাদের আসল মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা চাই না খতিব-ইমাম কারও করুণার পাত্র হোন। জীবিত অবস্থায় আমরা তাদের পাশে থাকি, মৃত্যুর পরও তারা আমাদের পথ প্রদর্শক থাকবেন। আমরা আজীবন তাদের প্রতি সম্মান প্রদর্শন করবো।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাসূলে কারীম (সা.) মসজিদকে আল্লাহর পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠিত করেছিলেন। তখন আলাদা কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না, সমস্ত পরামর্শ নেওয়া হতো মসজিদ থেকে। সারা বিশ্বের মানুষ মসজিদে নববীর সঙ্গে মিলিত হয়ে পরামর্শ নিতেন। এই সমাজ ব্যবস্থা ছিল বিশ্বের শ্রেষ্ঠ সমাজ। নবীর সমাজ ব্যবস্থা অনুসরণ করেই বিশ্বের সেরা সমাজ গড়ে উঠতে পারে।

জামায়াত আমির বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠীর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশে ৯০ ভাগ মানুষ ইসলাম মানে এবং কোরআন ও নবীজিকে স্বীকার করে। সুতরাং এই দেশে কোরআনের মতবাদের ভিত্তিতে আইন চললে সত্যিকারের মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। অন্য ধর্মের মানুষেরও পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার নিশ্চিত হবে।

সম্মেলনে ইমাম-খতিবদের জন্য সাত দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে অন্যতম হলো, মসজিদ কমিটি ইমাম ও খতিবদের পরামর্শ অনুযায়ী পরিচালিত হবে।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, খতিব বা ইমাম কমিটির প্রাণপুরুষ হবেন। তাঁকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তারা মানুষ, ভুল করতে পারে, তবে সমাধান সম্মানজনকভাবে করতে হবে। তাদের পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে হবে।

জামায়াত আমিরের বক্তব্য, ইমাম যদি সমাজের ইমাম হন, সেইদিনই আমরা সত্যিকারের মুক্তি লাভ করব। এই সমাজ ব্যবস্থা মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার, সামাজিক নিরাপত্তা এবং সম্মানের নিশ্চয়তা দেবে।

বিজ্ঞাপন

সম্মেলনের সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি আন নদভী। সম্মেলনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD