হটাৎ হাসপাতালের উদ্দেশে বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে বাসা থেকে রওনা হয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান।
বিজ্ঞাপন
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে পরীক্ষা শেষে খালেদা জিয়াকে আবার বাসায় নেওয়া হবে কি হাসপাতালে রাখা হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানাননি তিনি।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত ঘোষণা
উল্লেখ্য, খালেদা জিয়ার এই হাসপাতালে যাওয়াকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যেও তৎপরতা লক্ষ্য করা গেছে। চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য চিকিৎসক এবং হাসপাতালের কর্তৃপক্ষ পর্যবেক্ষণে রাখা হচ্ছে।








