ব্যক্তি ও রাষ্ট্র পরিচালনায় ইসলামই মানবকল্যাণের প্রকৃত পথ

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় ইসলামের নীতিমালা অনুসরণই মানবকল্যাণের প্রকৃত পথ—এ কথা স্মরণ করিয়ে অগ্রহায়নের তিন দিনের বার্ষিক মাহফিলের উদ্বোধন করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় চরমোনাই মাদ্রাসা ময়দানে মূল মঞ্চে তিনি উদ্বোধনী বক্তব্য দেন।
চরমোনাই পীর বলেন, সৃষ্টিকর্তা মানুষকে দুনিয়ায় একটি নির্দিষ্ট দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছেন। এই দায়িত্ব যথাযথভাবে পালন করাই মানুষের সফলতার মাপকাঠি। এ মাহফিলের উদ্দেশ্য দুনিয়াবি স্বার্থ নয়, বরং মানুষকে তার প্রকৃত দায়িত্ব ও আল্লাহর দিকে ফিরে যাওয়ার আহ্বান জানানো।
আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দুনিয়ার মোহই মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দেয়।
বিজ্ঞাপন
তাই মাহফিলে আগতদের উদ্দেশে তিনি বলেন, দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত দৃঢ় করতে হবে। অহংকার, বড়ত্বের ভাব পরিত্যাগ করে জিকিরের মাধ্যমে হৃদয়কে আল্লাহর নৈকট্যে রাখাই সত্যিকারের উন্নতির পথ।
তিনি আরও বলেন, ইসলামের আলোকে মানুষ যদি নিজের জীবন ও রাষ্ট্রীয় কাঠামো সাজাতে পারে, তখনই প্রকৃত মুক্তি সম্ভব হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মুসল্লিদের সেবা দিতে স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে ১০০ শয্যার মাহফিল হাসপাতাল, যেখানে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ আরও ৪০ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। রয়েছে ১০টি অ্যাম্বুল্যান্স ও ২টি নৌ-অ্যাম্বুল্যান্স। মাঠে অসুস্থ মুসল্লিদের তাৎক্ষণিক সহায়তার জন্য স্বেচ্ছাসেবক দল কাজ করছে।

মাহফিল মাঠে দুই স্তরের স্বেচ্ছাসেবক বাহিনী শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে মুজাহিদ কমিটির বিশেষ টিম। হারিয়ে যাওয়া মানুষ বা জিনিসপত্র খুঁজে পেতে প্রতিটি মাঠে স্থাপন করা হয়েছে হারানো ক্যাম্প।
দেশজুড়ে আসা মুসল্লিদের সুবিধার্থে মাঠের চারদিকে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা, ওজু ও গোসলের জায়গা এবং সহস্রাধিক উন্নত মানের টয়লেট নির্মাণ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিন দিনব্যাপী এ মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিনিধি সম্মেলন। দ্বিতীয় দিনে সারাদেশের আলেমদের নিয়ে ওলামা সম্মেলন এবং শেষ দিনে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি ইসলামী যুব আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের আয়োজনেও বিশেষ মতবিনিময় সভা হবে।
আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ৮টায় চরমোনাই পীরের আখেরি বয়ানের মধ্য দিয়ে এবারের তিন দিনব্যাপী মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।








