আগামীর বাংলাদেশ গঠনে সব খাতে জবাবদিহি অপরিহার্য: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে দেশের প্রতিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।
বিজ্ঞাপন
বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল। এর ফলে আর্থিক খাতের বর্তমান করুণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্যাংকিং সেক্টরে লুটপাটের মহোৎসব চলেছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়েছেন, তারা লাভবান হয়েছেন, কিন্তু সাধারণ কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিজ্ঞাপন
ইন্স্যুরেন্স খাতের অনিয়মের বিষয়েও খসরু মন্তব্য করেন। তিনি বলেন, দেশের অন্তত ২০টি ইন্স্যুরেন্স কোম্পানি তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। যারা লুটপাট করেছে, তাদের কার্যক্রম আজও অনিয়ন্ত্রিত। ভবিষ্যতে আমরা ক্ষমতায় এলে এমন অনিয়ম চলতে দেব না। এই খাতে বড় ধরনের সংস্কার অপরিহার্য।
তিনি আরও প্রশ্ন তোলেন, বাংলাদেশে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির প্রয়োজন ছিল কি? পূর্ববর্তী সরকার দলীয় বিবেচনায় অনেক কোম্পানিকে অনুমোদন দিয়েছে। ব্যাংক-বীমা খাতকে দলীয়ভাবে পরিচালনা করলে দেশের অর্থনীতি টিকে থাকতে পারে না।
বিজ্ঞাপন
খসরু বলেন, বিএনপি ক্ষমতায় এলে আর্থিক খাত থেকে দলীয়করণ দূর করা হবে, বড় সংস্কার আনা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, দেশের উন্নয়ন ও আগামীর বাংলাদেশ গড়ার জন্য সব সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা অপরিহার্য।








