রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: লালু

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, জনগণ সমর্থন দিলে ভবিষ্যতে দেশের শীর্ষ দুই পদে দেখা যেতে পারে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান-কে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় লালু এ আশা ব্যক্ত করেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বড় ব্যবধানে বিজয়ী করতে সবাইকে ধৈর্য ধরে সংগঠিত থাকতে হবে।
বিজ্ঞাপন
লালু দলের শীর্ষ নেতাদের সাম্প্রতিক নির্দেশনা অনুসরণ করে জনসমর্থন আরও দৃঢ় করার পরামর্শও দেন। তিনি যোগ করেন, গণমাধ্যম ও জনমতকে কাজে লাগিয়ে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ।

সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার এবং সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। সভায় স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিজ্ঞাপন
দলীয় নেতাদের বক্তব্য অনুযায়ী, আগামী নির্বাচনের প্রস্তুতি আরও ত্বরান্বিত করা হবে এবং সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।








