খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে জামায়াত আমিরের উদ্বেগ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার সার্বিক শারীরিক অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। মহান রাব্বুল আলামীনের দরবারে আন্তরিক আরজ— আল্লাহ তা'য়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট সহজ করে দেন এবং তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন। মহান আল্লাহ আমাদের সকলকে রোগব্যাধি ও বিপদাপদ থেকে হেফাজত করুন। আমীন।
এর আগে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার সব প্রয়োজনীয় ব্যবস্থা এবং সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন এবং উল্লেখ করেছেন যে, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি অনুপ্রেরণা।








