Logo

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৮
21Shares
চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। এ নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হলো।

বিজ্ঞাপন

চিকিৎসকদের বরাত অনুযায়ী, খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, তবে খুব খারাপ বা খুব ভালো— উভয়ই বলা যাচ্ছে না।

চিকিৎসকরা জানিয়েছেন, কিছুটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে এবং ডাকলে তিনি সাড়া দিচ্ছেন।

বিজ্ঞাপন

যুক্তরাজ্য থেকে আসা এই বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি চীন থেকে আজ আরও একটি চিকিৎসক দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর ফলে খালেদা জিয়ার বহুমাত্রিক চিকিৎসা তদারকি আরও শক্তিশালী হবে।

মেডিকেল বোর্ডের একজন সদস্য গতকাল জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিভিন্ন প্যারামিটার আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে।

তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন এবং বলেন, বিদেশে নিয়ে চিকিৎসা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

বিজ্ঞাপন

চিকিৎসা চলাকালীন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ সদস্যরা। বোর্ডের পর্যবেক্ষণে, শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে বিএনপির মহাসচিব তারেক রহমানও দ্রুত দেশে ফিরে আসবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD