Logo

চট্টগ্রাম-৮ আসনে বৃহত্তর সুন্নী জোটের সম্ভাব্য প্রার্থী হাসান আজহারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৮
37Shares
চট্টগ্রাম-৮ আসনে বৃহত্তর সুন্নী জোটের সম্ভাব্য প্রার্থী হাসান আজহারী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনে আগামী নির্বাচনে বৃহত্তর সুন্নী জোটের হয়ে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জনপ্রিয় বক্তা সৈয়দ হাসান আজহারী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

হাসান আজহারী ও মোস্তফা আজহারীর মতো তরুণ আলেমদের নিয়ে একাংশের মধ্যে আশাবাদ দেখা যাচ্ছে। তাদের মতে, নতুন প্রজন্মের আলেমদের নেতৃত্বে আসলে ধর্মীয় অঙ্গনে বিদ্যমান ভুল–বোঝাবুঝি ও দূরত্ব কমতে পারে।

এ ছাড়া চাঁদাবাজি, সিন্ডিকেট বা দুর্নীতির মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করছেন সমর্থকরা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি বৃহত্তর সুন্নী জোট।

ধর্মীয় অঙ্গনের ব্যক্তিত্ব হিসেবে হাসান আজহারী নিয়মিত বক্তব্য ও সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তার সম্ভাব্য মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা চলছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD