খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসা চলবে দেশেই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন। গত ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এখনো সেখানে রেখেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার পুরো চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে। একই সঙ্গে প্রতিদিন হাসপাতালে গিয়ে চিকিৎসার তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
চিকিৎসক সূত্রগুলোর বক্তব্য অনুযায়ী, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন নেই। নিয়মিত ডায়ালাইসিস চলছে, পাশাপাশি ডায়াবেটিস, কিডনি, লিভার ও ফুসফুসের সমস্যাগুলোও আগের মতোই স্থিতিশীল রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে।
বিজ্ঞাপন
একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উল্লেখযোগ্য কোনো উন্নতি নেই। দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুন।
চিকিৎসকদের মূল্যায়নে দেখা যাচ্ছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনই বিদেশে নেওয়ার মতো নয়। লন্ডনে উন্নত চিকিৎসার প্রস্তুতি তিন দফায় পিছিয়ে দেওয়ার পর মেডিকেল বোর্ড আপাতত দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ বি এম আব্দুস সাত্তার বলেন, লন্ডনে চিকিৎসার পরিকল্পনা আপাতত স্থগিত। নতুন করে সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
বিজ্ঞাপন
চিকিৎসকরা মনে করছেন, শারীরিক অবস্থার উন্নতি হলে ভবিষ্যতে তাকে লন্ডনে নেওয়ার বিষয়টি আবার বিবেচনায় আসবে। আপাতত ঢাকাতেই নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা।








