Logo

ভারতের সমর্থন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় যেতে চাই: হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫২
10Shares
ভারতের সমর্থন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় যেতে চাই: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোনো বিদেশি সমর্থন বা আনহোলি নেক্সাসের উপর নির্ভর করে তারা ক্ষমতায় যেতে চান না; তাদের লক্ষ্য কেবল জনগণকে নিয়ে দায়িত্ব পালন করা।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় বা মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার যোগ্য, তবে আমরা যাব। কোনো মিডিয়া, মিলিটারির নিয়ন্ত্রণ বা পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না।

এদিন হাসনাত আবদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের হত্যার ঘটনায় দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তার জবানবন্দি ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে রেকর্ড করা হয়।

বিজ্ঞাপন

মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ আসামির মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। আজ সকালেই কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে, তাদের পার্টি ক্ষমতায় আসার জন্য কোনো বিদেশি সমর্থন নয়, জনগণের বিশ্বাস ও ভোটকে প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করবে। একই সঙ্গে মামলার প্রেক্ষাপটে তিনি মানবতাবিরোধী অপরাধের ঘটনা ও তদন্তে স্বচ্ছতার প্রয়োজনের কথাও তুলে ধরেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD