এই মাসেই তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন ইশরাক

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, চলতি মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
ইশরাকের দাবি, লন্ডনে বসেই দীর্ঘদিন ধরে যিনি দলের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন, দেশে ফিরে তিনি আবারও রাষ্ট্রে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক উঠান বৈঠকে বক্তৃতাকালে তিনি এ কথা জানান।
ইশরাক বলেন, জন্ম থেকে বেড়ে ওঠা গোপীবাগের প্রতিটি সমস্যাকে তিনি নিজের সমস্যা হিসেবে দেখেন। নির্বাচিত হতে পারলে এলাকার বহুদিনের নাগরিক ভোগান্তি দূর করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি, বিচারব্যবস্থাসহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কিছু মহল ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ইশরাক। তবে তার মতে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে পরিবর্তনের পথে এগিয়ে যেতে বিএনপি প্রস্তুত রয়েছে।








