Logo

তারেক রহমান যেদিন পা রাখবেন, সেদিন দেশ যেন কেঁপে ওঠে: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৫
5Shares
তারেক রহমান যেদিন পা রাখবেন, সেদিন দেশ যেন কেঁপে ওঠে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন তারেক রহমান খুব শিগগিরই দেশে ফেরবেন।

বিজ্ঞাপন

তিনি বৃহস্পতিবার সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় এই বার্তা দেন।

মির্জা ফখরুল বলেন, আজ যেহেতু বাংলাদেশের সব কর্মী ও আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের নিশ্চিত করতে চাই, খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন। তিনি যেদিন বাংলাদেশে পা রাখবেন, সেদিন সমগ্র দেশ যেন কেঁপে ওঠে।

তিনি আরও বলেন, দল দেশের প্রগতি ও মর্যাদা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সামনের দিকে এগোতে চাই, দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাই। আমাদের নেতার চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে নির্বাচন জয়লাভ অপরিহার্য। বাধা ও প্রচারণা আসবে, তবে বিএনপি কখনও পরাজিত হয়নি, এবারও হবে না।

বিজ্ঞাপন

মহাসচিব আরও সতর্ক করে বলেন, সমাজে কিছু মহল দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। অন্ধকারের মধ্য দিয়ে শক্তি মানুষের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। আমাদের রুখে দাঁড়াতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে।

কর্মশালায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় দোয়া করা হয়।

বিকেলে একই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। মির্জা ফখরুলের এই বার্তা দলের কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দেশের রাজনৈতিক পরিসরেও তা নজরকাড়া হয়ে দাঁড়িয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD