হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যা বললেন বোন মাহফুজার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। পরিবারের সিদ্ধান্তে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঢাকায় এসেছেন তার বোন মাহফুজা।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিজ্ঞাপন
মাহফুজা বলেন, আমার ভাইয়ের ওপরে যারা গুলি করেছে, আমরা তাদের বিচার চাই।
মাহফুজা আরও বলেন, আমার ভাই বাংলাদেশপন্থি লেখা লেখে। সে বাংলাদেশকে খুব ভালোবাসে। আমি ওকে (হাদি) আর বাংলাদেশে রাখব না, দেশের বাইরে পাঠিয়ে দেব।








