Logo

‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১৬
8Shares
‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না’
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ফাহিম ফারুকী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নির্বাচন ভণ্ডুল করতে শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই হামলার মাধ্যমে একটি রাজনৈতিক পক্ষ স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে দেশে নির্বাচন হলে তাদের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। সে কারণেই নির্বাচন বন্ধের লক্ষ্যে সহিংসতা উসকে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের ভূমিকা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ জন্য অবিলম্বে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরানো না হলে তারা ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, “আমরা আলু-পেঁয়াজ নিয়ে বক্তব্য শুনতে চাই না, আমরা বিচার চাই।”

হাদির শারীরিক অবস্থার বিষয়ে ফাহিম ফারুকী জানান, তিনি এখনো শ্বাস নিচ্ছেন এবং তাকে রক্ত দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার বিষয়ে পরিবার আলোচনা করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

এদিকে হাদির শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, গুলিটি হাদির বাম কানের ওপর দিয়ে প্রবেশ করে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে এবং তার ব্রেন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ বলা হয়। আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত সংকটপূর্ণ সময়, এ অবস্থায় নতুন কোনো চিকিৎসা-হস্তক্ষেপ আপাতত করা হচ্ছে না।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। চিকিৎসকেরা এখনো নিশ্চিত কোনো আশার কথা বলতে পারছেন না।

এরই মধ্যে হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ হয়েছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলাকারীরা যেখানেই আত্মগোপনে থাকুক না কেন, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD