সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার কার্দি বি

সৌদি আরবের রাজধানী রিয়াদে সংগীত পরিবেশনের উদ্দেশ্যে গিয়ে হিজাব পরতে দেখা গেছে মার্কিন জনপ্রিয় র্যাপার কার্দি বি-কে। দেশটির সামাজিক ও সাংস্কৃতিক রীতিনীতির প্রতি সম্মান জানিয়ে তিনি হিজাবসহ পুরো শরীর ঢাকা কালো পোশাকে বাইরে ঘোরাফেরা করেন।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম আরব নিউজ শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানায়, গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পী সম্প্রতি সৌদি আরবে পৌঁছান।
কার্দি বি সৌদি আরবে পৌঁছানোর দিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “হ্যালো সৌদি আরব। হালাল বি এসেছে।” পোস্টে সৌদি আরবের পতাকার রঙের একটি লাভ ইমোজিও যুক্ত করেন তিনি। ভিডিওতে তাকে কালো রঙের হিজাব ও আবায়া পরিহিত অবস্থায় দেখা যায়।
বিজ্ঞাপন
পরবর্তীতে রিয়াদের সোলিতায়ার মলেও একই পোশাকে তাকে ঘুরে বেড়াতে দেখেন ভক্তরা।
সৌদি সফরের পরদিন ইনস্টাগ্রামে আরেকটি ভিডিওতে তিনি জানান, হোটেল কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়ে ডেজার্ট পরিবেশন করেছে।
গত শুক্রবার একটি লাইভ ব্রডকাস্টে সৌদি আরবে অবস্থান নিয়ে কার্দি বি বলেন, “এই দেশটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ। আমার হোটেল রুমেই জিম রয়েছে। সৌদি ট্যুরের জন্য প্রস্তুতি নিতে এখানেই ব্যায়াম করছি।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: হলুদের সাজে কেয়া পায়েল
এছাড়া শপিং মলে গিয়ে কেনাকাটার অভিজ্ঞতার কথাও জানান তিনি। সৌদি আরবের মানুষের প্রশংসা করে এই র্যাপার বলেন, “এখানকার ছোট-বড় সবাই আমাকে চেনে। মানুষগুলো ভদ্র ও শালীন। বিশ্বের সেরা মানুষদের একজন তারা।”
উল্লেখ্য, গত ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করেন কার্দি বি।
বিজ্ঞাপন
সূত্র: আরব নিউজ








