Logo

সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো: ওসমান হাদি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৩
6Shares
সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো: ওসমান হাদি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি মৃত্যুর আগে প্রকাশ করেছিলেন তার এক অনন্য আকাঙ্ক্ষা। যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে। ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। যেখানে তিনি বলেন, সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো। পোস্টের সঙ্গে একটি সাধারণ কফিনের ছবি সংযুক্ত করা ছিল।

বিজ্ঞাপন

পেজে লেখা হয়েছে, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’

তিনি মৃত্যুকে ভয় পাওয়ার মতো কিছু মনে করেননি এবং উল্লেখ করেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি।

বিজ্ঞাপন

পোস্টের মাত্র ১ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৯৭ হাজার রিঅ্যাক্ট, ৯ হাজার কমেন্টস এবং ২৬ হাজার শেয়ার হয়েছে। নেটিজেনরা তাদের টাইমলাইনে পোস্টটি শেয়ার করছেন।

ইনকিলাব মঞ্চ জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে। মরদেহটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করবে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

শহীদ শরিফ ওসমান হাদির এই পোস্ট এবং তার জীবনবোধ নেটিজেনদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে এবং তার মানুষিক দৃঢ়তা ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের প্রমাণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD