Logo

নৈরাজ্য মোকাবিলায় দেশপ্রেমিক শক্তির ঐক্যের ডাক বিএনপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ২৩:৩৪
7Shares
নৈরাজ্য মোকাবিলায় দেশপ্রেমিক শক্তির ঐক্যের ডাক বিএনপির
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে ডজনখানেক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এই পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে দেশপ্রেমিক ও নৈরাজ্যবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মন্চের সভাপতি শরীফ ওসমান হাদি সিংগাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকালে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাপুরুষোচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, হাদির মৃত্যুকে অজুহাত বানিয়ে বুধবার গভীর রাতে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারসহ একাধিক গণমাধ্যমের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে কর্মরত সাংবাদিকদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে।

এ সময় তিনি জানান, নিউজ এজের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক নুরুল কবীরের ওপর হামলা চালানো হয়েছে। পাশাপাশি ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মির্জা ফখরুল বলেন, “এই ঘটনাগুলো প্রমাণ করে একটি পুরোনো, চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে। তারা জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অর্জন ধ্বংস করে দেশে ফ্যাসিবাদের নতুন সংস্করণ কায়েম করতে চায়।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের নাকের ডগায় এসব কর্মকাণ্ড চললেও জনগণ সরকারের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয়।

ফলে দেশবিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়ে চলেছে। উল্লেখ্য ইতিমধ্যেই ঐ হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে।

তিনি আরও বলেন, হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এধরনের ন‍্যাক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গনতন্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি।

বিজ্ঞাপন

শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃন‍্য ষড়যন্ত্রকারীদের আমরা হুসিয়ার করে দিতে চাই। এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস হতে দিবোনা। এই অপশক্তিকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে হবে।এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক‍্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই।

যে ঐক্যের মাধ্যমে আমরা ফ‍্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি তারই ধারাবাহিকতাতে আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

শুধু ‘হাদি’—অজুহাতে!-খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা।প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগ।ধানমন্ডি ৩২ নাম্বারে আবারো অগ্নিসংযোগ ও ভাংচুর। ছায়ানটের কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ। ইন্দিরাগান্ধী কালচালার সেন্টার ভাংচুর, অগ্নিসংযোগ। উত্তরাতে ৩২টি দোকান ভাংচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ। রাজশাহীতে ডেইলিস্টার-প্রথম আলোর কার্যালয় ভাংচুর।

ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবক-কে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা! চট্রগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় পুনরায় অগ্নি-সংযোগ, ভাংচুর। সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ। নিউজ এজ সম্পাদক নুরুল কবীরের উপর হামলা। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD