দলীয় প্রার্থীদের নিয়ে চলছে তারেক রহমানের সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত দলীয় প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
তৃতীয় দিনের মতো শনিবার (২০ ডিসেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সভা শুরু হয়। এতে অর্ধশতাধিক প্রার্থী অংশ নেন। নির্বাচনী কৌশল, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং সাংগঠনিক বিষয়গুলো নিয়ে প্রার্থীদের দিকনির্দেশনা দিতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত প্রাথমিক দলীয় প্রার্থীদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের মতবিনিময় সভা চলছে।
এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর দুই দিনে মোট ১৯০ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসব সভায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় নিজেদের বিরুদ্ধে থাকা মামলার সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মনোনয়ন ফরম পূরণে আইনজীবীদের সহায়তা নেওয়া এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞাপন
সভায় দলীয় প্রার্থীদের মধ্যে বিদ্যমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন, ভোটের প্রচার কৌশল এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচনী প্রচারে বিএনপির প্রতিশ্রুত কর্মসূচিগুলো—ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদানসহ বিভিন্ন সামাজিক পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। এ পর্যন্ত মোট ২৭২টি আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে।








