Logo

১১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৭
32Shares
১১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
ছবি: সংগৃহীত

রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ১১৯টি নির্বাচনী আসনে প্রার্থী ঘোষণা করেছে। এ সময় কিছু আসনে দুইজন করে প্রার্থীও ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রার্থীদের নাম প্রকাশ করা হয় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চুন্নু, যিনি প্রার্থীদের নাম পড়ে শোনান।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃত্বে রয়েছে জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জেপি। সম্প্রতি আত্মপ্রকাশ করা এই জোটে মোট ১৮টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

বিজ্ঞাপন

শরিক দলগুলোর মধ্যে রয়েছে: জাপার আনিসুল ইসলামের নেতৃত্বাধীন অংশ, জেপি, জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ), জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান ও এনডিএফের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তারা এ সময় জোটের প্রচারণা ও প্রার্থীদের সমর্থন বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

এনডিএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, প্রার্থী ঘোষণা কার্যক্রমের মাধ্যমে নির্বাচনে জোটের অংশীদারদের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং তারা সব আসনে সুষ্ঠু ও সমন্বিত প্রচারণা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD