Logo

রাজধানীজুড়ে উৎসবের আমেজ, ব্যানার-বিলবোর্ডে ‘লিডার আসছে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪৪
10Shares
রাজধানীজুড়ে উৎসবের আমেজ, ব্যানার-বিলবোর্ডে ‘লিডার আসছে’
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন উৎসবমুখর। যুক্তরাজ্যের লন্ডন থেকে তার দেশে ফেরা উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ঢেকে দিয়েছেন নগরীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো।

বিজ্ঞাপন

দলের শীর্ষ নেতাকে বরণ করে নিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বড় বড় ব্যানার ও বিলবোর্ডে লিখেছেন— ‘লিডার আসছে’, ‘হে বিজয়ী বীর, তোমাকে স্বাগত’সহ নানা স্লোগান। এসব প্রচারপত্রে বড় আকারে শোভা পাচ্ছে তারেক রহমানের ছবি, যা নগরজুড়ে বাড়তি দৃষ্টি আকর্ষণ করছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পল্টন, মৎস্য ভবন মোড়, কাকরাইল, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, মহাখালী, গুলশান, বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এসব ব্যানার-বিলবোর্ড স্থাপন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তন তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস তৈরি করেছে। তাদের প্রত্যাশা, এই ফেরা দলীয় রাজনীতিতে নতুন গতি আনবে এবং সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করবে।

দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে। সেখানে বিশাল মঞ্চ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

গত রোববার (২১ ডিসেম্বর) দুপুর থেকে বিশ্বরোড সংলগ্ন পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশে মঞ্চ তৈরির কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

পরদিন বিএনপির নেতারা জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছে সরাসরি ওই এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। ২০১২ সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যা এক বছরের মধ্যেই অনুমোদন পায়। এরপর দীর্ঘ সময় ধরে দেশে ফেরা সম্ভব হয়নি তার। যদিও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্রয়োজনে কয়েকবার দেশে এসেছেন, কিন্তু তিনি নিজে দেশে ফিরতে পারেননি।

বিজ্ঞাপন

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান— এই খবরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD