Logo

২৫ ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচির ঘোষণা ইনকিলাব মঞ্চের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৭
13Shares
২৫ ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচির ঘোষণা ইনকিলাব মঞ্চের
ছবি: সংগৃহীত

ঢাকার শাহবাগে মঙ্গলবার অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছে, শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে তারা লাগাতার কর্মসূচি শুরু করবে।

বিজ্ঞাপন

মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল জাবের বলেন, হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ওসমান হাদির মতোই আমরা রাজপথে লড়াই চালিয়ে যাব। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে আমরা কঠোর আন্দোলন চালাব।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। তিনি মন্তব্য করেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যাতে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত হয়। দেশের সব নাগরিকের দায়িত্ব, যেকোনো মূল্যে সুষ্ঠু ও ন্যায্য নির্বাচন নিশ্চিত করা।

ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে প্রেরণ করা হয়। সেখানেই গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

বিজ্ঞাপন

এই হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকারীদের দ্রুত বিচার এবং রাজনৈতিক প্রেক্ষাপটে স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD