Logo

আ.লীগের ভোট নেওয়ার সরাসরি প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ২১:১১
8Shares
আ.লীগের ভোট নেওয়ার সরাসরি প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত
নাহিদ ইসলাম । ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোট নেওয়ার সরাসরি প্রতিযোগিতা করছে। আওয়ামী লীগ নিয়ে সব দল একমত হতে পারেনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চীনের মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত ‘নির্বাচন ডায়ালগ’ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি দলের পতনের জন্য ছিল না; এটি ছিল রাষ্ট্র ও জীবন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা। কিন্তু পুনর্গঠন সেইভাবে হয়নি। তবু বাস্তবতার সঙ্গে মানিয়ে নিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছি। আমাদের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে সমর্থন থাকবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রতিশ্রুতি ভঙ্গের উদাহরণ প্রচুর; তবু আশা করি ভবিষ্যতে কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অংশ নেবে।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত না করলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছানো জরুরি। ‘হিসাব দাও’ শিরোনামে একটি কর্মসূচি আয়োজন করা যেতে পারে, যেখানে সরকার তার সব কর্মকাণ্ডের হিসাব জনগণের সামনে উপস্থাপন করবে।

নাহিদ ইসলামের মন্তব্যের প্রেক্ষিতে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ফ্যাসিবাদকে স্বীকৃতি দেওয়ার বা আপোষ করার প্রশ্নই ওঠে না। তবে র‌্যাব বিলুপ্তি বিষয়ে এনসিপি একমত হলেও বিএনপি ও জামায়াত ভিন্নমত ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

এ নির্বাচনী ডায়ালগে অংশ নেওয়া দলের নেতারা নির্বাচনে জয়ী হলে জনগণের কাছে প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও আলোকপাত করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD