Logo

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সারাদেশে উচ্ছ্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৩২
13Shares
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সারাদেশে উচ্ছ্বাস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনের অবসান ঘটিয়ে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার মাটিতে অবতরণ করার কথা রয়েছে।

দলের প্রধান নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে উজ্জীবিত তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা।

তারেক রহমানের দেশে ফেরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন দলটির নেতারা।

বিজ্ঞাপন

এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি বিএনপিও দলীয় স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা সদস্যদের সমন্বয়ে অতিরিক্ত প্রস্তুতি গ্রহণ করেছে।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে। এই আয়োজন ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নীতিনির্ধারক ও মাঠপর্যায়ের নেতাকর্মীরা। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন।

অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের উপস্থিতি হতে পারে। তিনি জানান, তারেক রহমান সংবর্ধনা শেষে অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন। এরপর সেখান থেকে তিনি নিজ বাসভবনে ফিরবেন।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত করে অভ্যর্থনা মঞ্চ এলাকা পরিদর্শন করছেন। রাজধানীসহ সারাদেশে আনন্দ মিছিল, ব্যানার-ফেস্টুন ও বিশেষ পোশাক তৈরির কাজ চলছে।

বিজ্ঞাপন

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও প্রতিদিন নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। অনেকেই পরিবহন সংকটের আশঙ্কায় আগেভাগেই ঢাকায় এসে আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করছেন।

বিদেশ থেকেও বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা প্রিয় নেতার প্রত্যাবর্তনের সাক্ষী হতে দেশে ফিরছেন। গ্রিস, বাহরাইন ও ইতালি থেকে আগত প্রবাসীরা জানান, এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকতেই তারা দেশে এসেছেন।

বিজ্ঞাপন

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।

দলীয়ভাবেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনী (সিএসএফ) পুনর্গঠন করা হয়েছে এবং সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ ১০টি রুটে বিশেষ ট্রেন চালু এবং কয়েকটি নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ কারণে কিছু স্বল্প দূরত্বের ট্রেন এক দিনের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়—এটি দেশের রাজনীতিতে নতুন প্রত্যাশা ও পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD