তারেক রহমানের সংবর্ধনা ঘিরে পতাকা বিক্রিতে জমজমাট উৎসব

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের সঙ্গে মিলিয়ে রাজধানীর পূর্বাচলের সংবর্ধনাস্থলের আশপাশে বিক্রেতাদের মধ্যে পতাকা বিক্রির ধুম লক্ষ্য করা যাচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই জাতীয় পতাকা এবং বিএনপির দলীয় পতাকা কিনতে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
পতাকা বিক্রেতারা জানান, বড় ও ছোট সাইজের জাতীয় ও দলীয় পতাকা ৪০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাথায় বাঁধার জন্য ব্যবহৃত ছোট পতাকা ১০ টাকায় পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
পতাকা বিক্রেতারা জানিয়েছেন, বিক্রির চাহিদা এত বেশি যে যে পরিমাণ পতাকা আনা হয়েছে, তা আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। আগামীকাল আরও বেশি বিক্রির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিএনপির পতাকার চাহিদা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে আসা অনেক মানুষ তাদের উত্তেজনা প্রকাশ করছেন। স্থানীয়দের মধ্যে রয়েছে আঁখি নামের এক শিক্ষার্থী, যিনি বাবার সঙ্গে এসেছেন।
তিনি বলেন, জাতীয় পতাকা কিনেছি। আমি কখনো তারেক রহমানকে দেখিনি, বাবার কাছ থেকে শুনেছি। তাকে একনজর দেখার জন্য বাবা সঙ্গে নিয়ে এসেছি। আজকে এলাম ঘুরে, কালও আসব।
বিজ্ঞাপন
পতাকা বিক্রির পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানের আশপাশে প্রস্তুতি জোরদার করেছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা কঠোর রাখা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা বজায় রাখতে মাঠে রয়েছেন। এতে করে ঢাকা শহরের পূর্বাচল এলাকায় আগামীকাল তারেক রহমানের সংবর্ধনা ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।








