বিএনপির মিত্রদের মনোনয়ন চূড়ান্ত, কোথায় কে হচ্ছেন প্রার্থী

বিএনপি নির্বাচনের আগে মিত্রদের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করেছে। এর অংশ হিসেবে গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খানকে নির্দিষ্ট আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে নির্বাচনে লড়বেন ‘ধানের শীষ’ প্রতীকে।
বিজ্ঞাপন
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আসন্ন নির্বাচনে বিএনপির মিত্রদের মোট ১০টি আসন দেওয়া হয়েছে।
মির্জা ফখরুলের তথ্য মতে, মিত্রদের সঙ্গে সমঝোতা অনুযায়ী মনোনয়ন পাওয়া আসন ও প্রার্থীরা হলো— কুমিল্লা-৭: ড. রেদোয়ান আহমেদ, পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২: অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫: মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঝিনাইদহ-৪: রাশেদ খান, ঢাকা-১২: সাইফুল হক, পটুয়াখালী-৩: নুরুল হক নুর, ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকি এবং ঢাকা-১৩: ববি হাজ্জাজ (বিএনপিতে যোগ দিচ্ছেন)।
বিজ্ঞাপন
ফখরুল ইসলাম আলমগীর জানান, এসব আসনে মিত্রদের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় বিএনপি ও তার মিত্র দলের মধ্যে ঐক্য দৃঢ় হয়েছে। এছাড়া ভোটগ্রহণের প্রস্তুতি ও সমন্বয়কে আরও কার্যকর করার লক্ষ্যে দলীয় কর্মসূচি এবং সমন্বয় সভা ইতিমধ্যেই শুরু হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের এ প্রাক্কালে বিএনপি ও মিত্ররা মিলিতভাবে নির্বাচনী কৌশল প্রণয়নের মাধ্যমে ভোটাভুটিতে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে।








