Logo

বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ

profile picture
উপজেলা প্রতিনিধি
কুমিল্লা
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৩
5Shares
বিএনপিতে যোগ দিলেন এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ
ছবি: প্রতিনিধি

বিএনপি’তে যোগদান করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

বিজ্ঞাপন

যোগদানের পর বেলা ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে মনোনয়ন পান তিনি। এর আগে তিনি এলডিপি’র মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন তিনি। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিএনপিতে গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন এলডিপি’র স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও বিএনপি’তে যোগদান করবেন এবং বিএনপি’র প্রার্থীদের জন্য সারা দেশে নির্বাচনী প্রচারণায় কাজ করবেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ (টুকু)।

ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ১৯৭৯ সালে ধানের শীষ প্রতীকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে দ্বিতীয় বার, ১৯৯১ সালে তৃতীয়বার এবং ২০০১ সালে আবারও চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে মিষ্টি বিতরণ করা হয়েছে। স্থানীয় এলডিপি নেতাকর্মীরাও ড. রেদোয়ান আহমেদ এর যোগদানকে স্বাগত জানিয়ে বিএনপি’র পক্ষে কাজ করার ঘোষণা দেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD