Logo

জনস্রোতে উত্তাল কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০১
6Shares
জনস্রোতে উত্তাল কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর কুড়িল–বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়ক জনসমুদ্রে পরিণত হয়েছে। তাকে এক নজর দেখার এবং সরাসরি স্বাগত জানানোর আশায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে ৩০০ ফিট এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই মানুষের ঢল নামতে শুরু করে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সড়কের দুই পাশ ও মাঝখানে অবস্থান নেওয়া মানুষের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

জনসমাগমের কারণে ৩০০ ফিট সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বাস, প্রাইভেট কার ও গণপরিবহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সীমিত পরিসরে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আশপাশের এলাকায় যানবাহন চলাচলে ডাইভারশন দিয়েছে।

বিজ্ঞাপন

কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, বিপুল জনসমাগমের কারণে ৩০০ ফিট সড়ককে পুরোপুরি যানমুক্ত রাখা হয়েছে। আশপাশের বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে।

তারেক রহমানের দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফেরাকে ঘিরে শুধু রাজধানী নয়, গোটা দেশেই এক ধরনের উৎসবের আবহ তৈরি হয়েছে। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। অনেকেই পরিবার-পরিজন নিয়ে সংবর্ধনাস্থলে উপস্থিত হয়েছেন।

সংবর্ধনাকে ঘিরে ৩০০ ফিট এলাকা সাজানো হয়েছে নানা রঙিন ব্যানার ও ফেস্টুনে। দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন পুরো পরিবেশ। বৃহস্পতিবার সকাল থেকেই সংবর্ধনাস্থলে মানুষের ঢল নামে। যদিও বাস্তবে দেখা গেছে, দুই দিন আগ থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেন। অনেকেই রাত কাটিয়েছেন সড়কের পাশেই।

বিজ্ঞাপন

দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বিএনপি নেতাকর্মীদের কাছে একটি আবেগঘন ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দলীয় সূত্র জানায়, রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।

এ যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।

বিজ্ঞাপন

নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে। সেই আশায় উত্তাল হয়ে উঠেছে রাজধানীর ৩০০ ফিট সড়ক।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD