Logo

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫
10Shares
সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির অবতরণের কথা রয়েছে।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা শুরু করা ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময়ের জন্য যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করে উড়োজাহাজটি।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার এই ঐতিহাসিক যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীতে তাকে স্বাগত জানাতে বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকার কুড়িল–বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়ক এলাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা গেছে। জনসমাগমে পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের আগমন বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলে নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। দীর্ঘদিন পর তার সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে দলের ভবিষ্যৎ কর্মসূচি ও রাজনৈতিক কৌশল নিয়ে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত ব্যাপক আলোচনা চলছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD