বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই শুভেচ্ছা জানিয়ে বলেন, বড়দিন খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং দিনটি উদযাপনকালে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির কামনা করি।
তারেক রহমান পোস্টে উল্লেখ করেছেন, ক্ষমা, করুণা এবং মানবপ্রেমের পথপ্রদর্শক মহান যীশুখৃষ্ট এদিনে পৃথিবীতে এসেছিলেন। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।
বিজ্ঞাপন
তিনি বলেন, সকল ধর্মের মূল শিক্ষা মানুষের সেবা ও কল্যাণে নিবেদিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও সমাজের কল্যাণে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও যোগ করেছেন, যুগে যুগে মহান মানুষগণ নিঃস্বার্থ আত্মনিবেদনের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করেছেন। মহান যীশুখৃষ্টও একইভাবে তার অনুসারীদের মানবপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। শুভ বড়দিন একটি সর্বজনীন ধর্মীয় উৎসব, যা সকল ধর্মাবলম্বীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য দৃঢ় করতে সহায়ক।
বিজ্ঞাপন
তারেক রহমান পোস্টে সতর্ক করেছেন, হিংসা, বিদ্বেষ ও আক্রোশ পরিহার করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা করতে হবে। সব ধরণের অবিচার ও নির্মমতা প্রতিরোধে আমাদের সকলে শপথ গ্রহণ করতে হবে এবং বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত করতে হবে।
সবশেষে তিনি বড়দিনের সকল অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন এবং দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের সুখ ও কল্যাণের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।








